পাণ্ডবেশ্বরের একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হল থানায়। প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যাঙ্কেরই এক গ্রাহক। গতকাল রাতে থানায় লিখিত অভিযোগ করেন পাণ্ডবেশ্বরের রামনগর তিন নম্বর এলাকার বাসিন্দা সন্দীপ চ্যাটার্জী। তাঁর অভিযোগ, তিনি ওই বেসরকারি ব্যাঙ্কে শুক্রবার সকালে ৪ লাখ টাকা জমা করেন। টাকা জমা নিয়ে ব্যাঙ্ক কর্মীর দেওয়া রসিদ রয়েছে তাঁর কাছে।
সন্দীপ চ্যাটার্জী বলেন, ‘শুক্রবার রাতে ওই ব্যাঙ্কের ম্যানাজার ফোনে আমাকে প্রথমে বলেন ২ হাজার টাকা পরে বলেন আমি নাকি ৩০ হাজার টাকা কম জমা করেছি। পরের দিন সকালেই ব্যাঙ্কে গিয়ে আমাকে বাকি টাকা জমা দিতে চাপ দেন।’ সন্দীপবাবু আরও বলেন, ‘আমি ৪ লাখ টাকা ব্যাঙ্কে জমা দিয়েছি। ব্যাঙ্কের ক্যাশিয়ার সেই টাকা গুণে জমা নিয়েছেন এবং জমার রসিদ দিয়েছেন। এরপর পাশবই আপডেট করেছেন। এরপরও যদি ম্যানেজার বলছেন আমি ৩০ হাজার টাকা কম জমা দিয়েছি। আমি গোটা ঘটনার তদন্তের জন্য থানায় অভিযোগ দায়ের করেছি ম্যানেজারের বিরুদ্ধে।’