আসছে দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে সামনে রেখে প্রতিশ্রুতিমত বর্ধমান পৌর প্রশাসক মণ্ডলী বর্ধমান শহরের ঐতিহ্য কার্জন গেট সংস্কারের কাজে হাত দিল বৃহস্পতিবার থেকে। উল্লেখ্য, মাঝখানে দীর্ঘদিন কার্জন গেট ছিল আলোহীন। প্রায় মাসখানেক আগে বর্ধমান পুরসভায় ৫ জনের প্রশাসক মণ্ডলী ক্ষমতায় বসার ২ দিনের মধ্যে কার্জন গেটকে সংস্কার ও আলোকিত করার উদ্যোগ নেন। সেদিনই পৌরসভা সহ প্রশাসক আইনুল হক প্রতিশ্রুতি দিয়েছিলেন, পুজোর আগে কার্জন গেটের সংস্কার করা হবে। আর সেই প্রতিশ্রুতি অনুযায়ীই বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল বর্ধমানের কার্জন গেট সংস্কারের কাজ।

Like Us On Facebook