.

শুক্রবার বিকেলে বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুমগ্রাম বাসস্ট্যাণ্ড এলাকায় অল্পের জন্য প্রাণ রক্ষা পেলে সাধারণ মানুষের। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল প্রায় সাড়ে ৪টে নাগাদ কুসুমগ্রাম বাজার লাগোয়া একটি মোবাইল টাওয়ারের নীচের ঘরে তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ওই টাওয়ারের ঘর থেকে উদ্ধার হয় আরও ১০টি তাজা কৌটো বোমা। কে বা কারা এই বোমাগুলি কি উদ্দেশ্যে রেখেছিল তা খতিয়ে দেখছে মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ জানিয়েছেন, উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে।

Like Us On Facebook