বুধবার সকালে আসানসোল ডিভিশনের এক কি-ম্যান জাফর ইমাম রোজকার মত লাইন পরীক্ষা করছিলেন। সেই সময় কালিপাহাড়ির কাছে আপ মেন লাইনে একটি বড়সড় ফাটল তাঁর নজরে আসে। তৎক্ষনাৎ তিনি তাঁর ইনচার্জকে সেই খবর দিয়ে দেন। একটু পরেই ওই লাইন দিয়ে হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস আসার কথা। ট্র্যাক মেইন্টেনার জাফর ইমামের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। লাইনে ফাটলের খবর পেয়েই শতাব্দী এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দিয়ে রেলের আধিকারিকরা লাইন ব্লক নিয়ে দ্রুত মেরামতির কাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ফাটল মেরামত করে ওই লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়। আসানসোল ডিভিশনের ডিআরএম পিকে মিশ্র ওই রেল কর্মীর ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর এই কাজে আসানসোল ডিভিশনের অন্যান্য কর্মীরাও উৎসাহিত হবেন এবং আন্তরিক ভাবে কাজ করবেন।

Like Us On Facebook