করোনা আতঙ্কে লক ডাউনে চারিদিক শুনশান। মানুষ গৃহবন্দি। যানবাহন চলাচল প্রায় বন্ধ। দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তাই দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় শুনশান রাস্তায় বিভিন্ন বন্য প্রাণীর চলাফেরা করার দৃশ্য ধরা পড়ছে। মানুষের ব্যস্ততা কমতেই প্রকৃতি যেন ভারসাম্য ফিরে পেয়েছে। পরিবেশ দূষণ কমার প্রমাণও মিলছে বিভিন্ন জায়গায়।
ছোট্ট কাঁকড়াদের দল বেঁধে ঘোরাঘুরি করতে দেখে প্রকৃতি যে ভারসাম্য ফিরে পেয়েছে তার ছোট্ট প্রমান মিলল। বৃহস্পতিবার রাতে পানাগড় বাজারের পুরানো জাতীয় সড়কের শুনশান রাস্তার উপর সারি সারি কাঁকড়া দেখে স্থানীয় মানুষজন প্রথমে একটু চমকেই ওঠেন। এত কাঁকড়া এল কোথা থেকে! সবাই অবাক। পাশের ধান ক্ষেত থেকে শুনশান রাস্তায় উপরে নিশ্চিন্তে ঘোরাঘুরি করতেই কাঁকড়ার দল এসেছে বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীদের অনেকেই। তারপর সেই কাঁকড়াদের নিয়ে স্থানীয় মানুষের মস্করা শুরু হয়ে যায়, তারা নাকি লকডাউন পরিদর্শনে এসেছে।