১৩ আগস্ট ভোট গ্রহণ। ১১ আগস্ট নির্বাচনী প্রচার শেষ হচ্ছে। হাতে গোনা কয়েকটা দিন কাজে লাগিয়ে শাসক দলের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি মঙ্গলবারও শাসক দলের সঙ্গে তাল মিলিয়েই বিরোধী শিবিরও জোর কদমে প্রচার সারলেন। দুর্গাপুরের ২৬ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী অশোক সাসমলের সমর্থনে সিপিএম ও কংগ্রেস যৌথভাবে এবিএল টাউনশিপ এলাকায় নির্বাচনী প্রচারের মিছিল করল মঙ্গলবার। হাতে লাল ঝান্ডা মুখে কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট আবেদনের শ্লোগান দিতে দেখা গেল সিপিএম কর্মীদের।
এদিকে দুর্গাপুর স্টেশন সংলগ্ন ৩০ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী অভিজিৎ দত্ত বাড়ি বাড়ি ঘুরে ভোটাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প গুলি মানুষের কাছে তুলে ধরে দুর্গাপুরের উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেন।
Like Us On Facebook