প্রচারে গিয়ে আক্রান্ত হলেন আসানসোল কেন্দ্রের সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জী। আসানসোলের বারাবনি থানার মদনপুর গ্রামের ঘটনা। গুরুতর আহত অবস্থায় গৌরাঙ্গ চ্যাটার্জীকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এক্ষেত্রে অভিযোগের তীর শাসকদলের দিকে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।
সিপিএম সূত্রে খবর, মঙ্গলবার সকালে বারাবনির মদনপুরে প্রচারে গিয়েছিলেন আসানসোল কেন্দ্রের সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জী। তিনি যখন প্রচার সেরে গাড়িতে উঠছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জীর উপর হামলা করে বলে অভিযোগ। গৌরাঙ্গবাবুকে ব্যাপক মারধর করা হয় বলে আভিযোগ। তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
সিপিএম নেতৃত্বের অভিযোগ, পুলিশের সামনেই গৌরাঙ্গ চ্যাটার্জীকে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে। জনপ্রিয় শ্রমিক নেতা গৌরাঙ্গ চ্যাটার্জীকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। ঘটনার পর এদিন সিপিএম কর্মীরা অন্ডাল থানায় বিক্ষোভ দেখান। বারাবনির তৃণমূল কংগ্রেস বিধায়ক বিধান উপাধ্যায় সিপিএমের সমস্ত অভিযোগ অস্বীকার করে এই হামলার পিছনে সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেন। মঙ্গলবার গৌরাঙ্গ চট্টোপাধ্যায়কে আসানসোল জেলা হাসপাতালে দেখতে যান আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন