২০১১ সালে রাজ্যে পালা বদলের পরেই জনরোষে বন্ধ হয়ে গিয়েছিল বর্ধমানের বিভিন্ন এলাকায় কয়েকটি সিপিএম কার্যালয়। বিধানসভা ভোটের মুখে কয়েকটি অফিস খুললেও পরে সেগুলি আবার বন্ধ হয়ে যায়। শনিবার দেওয়ানদিঘির কার্যালয়ের তালা খুলে বসা শুরু করলেন সিপিএম নেতা-কর্মীরা। এদিন সকালে সিপিএম নেতা গণেশ চৌধুরি সহ কয়েকজন গিয়ে খোলেন দেওয়ানদিঘি কার্যালয়।

শুক্রবারই এই এলাকায় মিছিল করেছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী। ছিলেন প্রাক্তন জেলা সম্পাদক অমল হালদার, গণেশ চৌধুরি, মেহেবুব আলম সিদ্দিকি, জহর দত্ত প্রমুখরা। পরদিনই এই কার্যালয় খুলে চনমনে বাম শিবির। ২০১২ সালে ফেব্রুয়ারি মাসে এই কার্যালয়ের সামনেই খুন হয়েছিলেন প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ তা ও দলীয় নেতা কমল গায়েন। তারপর থেকে কার্যালয়টি বন্ধ ছিল। পরে ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে কার্যালয়টি ফের খোলা হয়েছিল। কিন্তু বেশিদিন আর খোলা থাকেনি। আবার বন্ধ করে দিতে হয় সেটি।

Like Us On Facebook