বর্ধমান শহরে পৌর পরিষেবা নিয়ে ক্রমশই চাপ বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। অবিলম্বে বর্ধমান পুরসভার নির্বাচন করানো সহ জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন ঘটানো, অবৈধ নির্মাণ বন্ধ, রাস্তা মেরামতি সহ কয়েক দফা দাবিতে বুধবার বর্ধমান পুরসভায় বিক্ষোভ দেখালো সিপিএমের বর্ধমান শহর ১ ও ২ নং এরিয়া কমিটি।
উল্লেখ্য, মঙ্গলবারই বর্ধমান পুরসভা এলাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ তুলে বিদায়ী কাউন্সিলরদের একাংশ পুরসভার অ্যাসিস্ট্যাণ্ট এক্সিকিউটিভ অফিসার অমিত গুহের কাছে স্মারকলিপি দেন। বস্তুত, বুধবারও সেই একই দাবিতে সিপিএমের পক্ষ থেকে পুরসভা অভিযান এবং স্মারকলিপি দেওয়ার ঘটনায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। ধাপে ধাপে যেভাবে পুরসভায় নির্বাচন করানোর জন্য চাপ বাড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তা নিয়ে শহর জুড়েই চর্চা শুরু হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় প্রথম আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে শিবসেনার পূর্ব বর্ধমান জেলা কমিটিও পুর পরিষেবা নিয়ে একাধিক বিক্ষোভ কর্মসূচি নেওয়ার কথা ঘোষণা করেছে। পিছিয়ে নেই বিজেপিও। জেলা বিজেপি সূত্রে জানা গেছে, অবিলম্বে পুরসভাগুলির নির্বাচন করানোর দাবিতে এবং বর্ধমানে পৌর পরিষেবা সুষ্ঠ ও স্বাভাবিক করার দাবিতে তারাও অভিযানে নামতে চলেছেন। স্বাভাবিকভাবেই পৌর পরিষেবা নিয়ে ক্রমশই চাপ বাড়ছে শাসকদল তথা প্রশাসনের ওপর। এদিকে, বুধবার কার্জন গেট থেকে মিছিল করে পুরসভা অভিযানে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেতা তরুণ রায় জানিয়েছেন, দৈনন্দিন ন্যূনতম নাগরিকদের যে পরিষেবা পুরসভার দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না। জায়গায় জায়গায় নিয়মিত জঞ্জাল পরিষ্কার হচ্ছে না। বর্ষা নামার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন ওয়ার্ডের ড্রেনগুলি সংস্কারের অভাবে উপচে উঠছে জল। একইসঙ্গে অম্রূত প্রকল্পের রূপায়ণের জন্য পাইপ লাইন বসাতে গিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলিকে খোঁড়াখুঁড়ি করায় এবং তার ওপর বর্ষার জলে ক্রমশই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাগুলি।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?