.
আসানসোলের দেন্দুয়া পঞ্চায়েতের উপপ্রধান সহ ৬০ জন কর্মী সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। রবিবার নাকড়া জোড়িয়া যুব তৃণমূল কংগ্রেস আয়োজিত এক অনুষ্ঠানে দেন্দুয়া পঞ্চায়েতের সিপিএমের উপপ্রধান জ্যোৎস্না দাস সহ আরও ৬০ জন কর্মী সিপিএম ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন। এদিন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় জ্যোৎস্না দাস সহ অন্যান্যদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন। তৃণমূলে যোগ দিয়ে জ্যোৎস্না দাস জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে দেন্দুয়া অঞ্চলের উন্নয়নের লক্ষেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
Like Us On Facebook