একটি গরুর তিনটি বাচ্চা হওয়াকে কেন্দ্র করে ব্যাপক কৌতুহল ছড়ালো পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের নারেঙ্গা নতুনপল্লীতে। সোমবার ব্যতিক্রমী এই ঘটনার খবর রটে যেতেই আশপাশের মানুষ লকডাউন উপেক্ষা করেই ভিড় করতে শুরু করেন স্থানীয় বাসিন্দা রতন প্রামাণিকের বাড়িতে।

পূর্ব বর্ধমান জেলা প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মোজাফ্ফর সাহেব জানান, একসঙ্গে তিনটি বাছুরের জন্ম হওয়ার ঘটনা অত্যন্ত ব্যতিক্রমী। তিনি জানিয়েছেন, এক্ষেত্রে অনেক সময় সদ্যজাতদের দুধ দেওয়ার ক্ষেত্রে মায়েদের সমস্যা হয়। তখন আলাদা করে এই বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করতে হয়। পাশাপাশি, বাচ্চাগুলোর ওপর নজর রাখতে হয়। যদিও রতনবাবু জানিয়েছেন, সদ্যজাত বাছুর তিনটি সুস্থ আছে।

Like Us On Facebook