হোমের আবাসিক হয়ে উঠল কর্পোরেট সংস্থার আধিকারিকের ঘরণী। পাত্রী লক্ষ্মী সাউ আসানসোল ইসমাইলের এক হোমের অনাথ আবাসিক। পাত্র চিন্ময় মুখোপাধ্যায় আসানসোল সূর্য সেন পার্কের বাসিন্দা। পেশায় কর্পোরেট সংস্থার আধিকারিক। রবিবার আসানসোলের ডিপো পাড়ার দক্ষিণা কালীবাড়িতে লক্ষী ও চিন্ময়ের চার হাত এক হল সমাজের বিশিষ্ট জনদের উপস্থিতিতে।
জানা গেছে, অনাথ লক্ষ্মী সাউ চার বছর বয়স থেকে বর্ধমানের হোমে ছিল। মাধ্যমিক পাশ করা লক্ষ্মী দু’বছর আগে আসানসোলের স্বধার গৃহ নামের হোমে আসে। সেখানে সে নাচ, গান, আবৃত্তির প্রশিক্ষণ পায়। হোম সূত্রে জানা গেছে, সম্প্রতি আসানসোলের আপার চেলিডাঙা নিবাসী কর্পোরেট সংস্থার কর্মী চিন্ময় মুখার্জী পাত্রীর খোঁজ করছিলেন। মাকে নিয়ে থাকা চিন্ময়বাবু পছন্দ মত পাত্রী পাচ্ছিলেন না। এক বন্ধুর মাধ্যমে খোঁজ পান হোমের লক্ষ্মীর। এরপর মা-ছেলে মিলে হোমে গিয়ে কথা বলেন হোম কর্তৃপক্ষ ও লক্ষ্মীর সঙ্গে। উভয় পক্ষের পছন্দ হওয়ায় উদ্যোগ শুরু হয় চার হাত এক করার। রবিবার রীতি মেনে আসানসোলের ডিপো পাড়ার কালীবাড়িতে আয়োজিত হয় এই বিয়ের অনুষ্ঠান। হোমের লক্ষ্মী হয়ে উঠল ঘরের লক্ষ্মী।