পূর্ব বর্ধমান জেলার করোনা আক্রান্ত দুই রোগীর দ্বিতীয় টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি ফিরল জেলা প্রশাসনে। করোনা মুক্ত হওয়ায় বৃহস্পতিবার তাঁদের দু’জনকে ছুটি দেওয়া হল দুর্গাপুরের সনাকা কোভিড হাসপাতাল থেকে। বৃহস্পতিবার সনাকা হাসপাতাল থেকে পূর্ব বর্ধমানের দু’জন ছাড়াও পশ্চিম বর্ধমানের একজনকেও ছুটি দেওয়া হল।
উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামের একই পরিবারের কাকা ও ভাইঝির করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁদের দু’জনকেই ভর্তি করা হয়েছিল দুর্গাপুরের সনাকা কোভিড হাসপাতালে। আসানসোলের আরও একজনকে ভর্তি রাখা হয়েছিল এই হাসপাতালে। বৃহস্পতিবার সম্পূর্ণ সুস্থ অবস্থায় ৩জনকেই ছুটি দেওয়া হল।
এদিন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, এটা ভাল খবর যে এই জেলার দু’জনের নমুনায় প্রথম পজিটিভ পাওয়া গিয়েছিল। পরে দ্বিতীয় পরীক্ষায় দু’জনেরই রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের এদিন ছুটি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই গোটা জেলায় এখন আর কোন পজিটিভ কেস নেই। তবে জেলা জুড়েই নজরদারী অব্যাহত থাকছে। একইসঙ্গে ওই কাকা ও ভাইঝিকে এখন থাকতে হবে হোম কোয়রাণ্টিনে। কারও সঙ্গে তাঁদের মেলামেশা চলবে না। একইসঙ্গে এখনই ওই গ্রামের ‘সংক্রামক এলাকা’ বা কনটেইনমেন্ট জোন উঠছে না। করোনার গাইডলাইন অনুযায়ী প্রত্যেকের নির্দিষ্ট দিন পার করা এবং সুস্থ হওয়ার পরই কনটেইনমেণ্ট তোলা হবে। জেলাশাসক জানিয়েছেন, শুক্রবার থেকে ওই কাকা ও ভাইঝির নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন ব্লক মেডিকেল অফিসার।