বিদ্যার দেবী সরস্বতীর আরাধণাই হল না এবার অন্ডালের হরিশপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এই জন্য স্কুল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন পড়ুয়াদের অভিভাবকরা। যদিও স্কুলে সরস্বতী পুজো না হওয়ার দায় ছাত্র-ছাত্রীদের ঘাড়ে চাপিয়ে স্কুল কর্তৃপক্ষ দোষ এড়াতে চাইলেও গ্রামবাসীরা এবিষয়ে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন।
হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গোকুলানন্দ চৌধুরী বলেন, ‘আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র। প্রতি বছরই স্কুলে সরস্বতী পুজো হয়। কিন্তু এই বছর হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ে কেবলমাত্র স্কুল কর্তৃপক্ষের উদাসীনতায় সরস্বতী পুজো হল না। স্কুলের ছাত্র-ছাত্রীরা বাগদেবীর আরাধণা থেকে বঞ্চিত হল। এটা খুবই দুঃখজনক ঘটনা।’ স্থানীয় পঞ্চায়েত সদস্য তাপস গোপ বলেন, ‘স্কুল কর্তৃপক্ষের উদাসীনতা এবং স্কুলের শিক্ষকদের সদিচ্ছার অভাবে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো হল না।’ হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চনা বন্দ্যোপাধ্যায় অবশ্য স্কুলে সরস্বতী পুজো না হওয়ার সমস্ত দায় স্কুলের ছাত্র ছাত্রীদের উপরই চাপালেন।