.
লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। হায়দ্রাবাদ থেকে এসে পৌঁছল ইভিএমের ব্যালটিং ও কন্ট্রোল ইউনিট। বুধাবার আসানসোল ইউনিট টু-এর অতিরিক্ত ট্রেজারি অধিকর্তা রোহিত সাউয়ের তত্ত্বাবধানে ইভিএমের ৩২০০টি ব্যালটিং ইউনিট ও ৩২০০টি কন্ট্রোল ইউনিটের বাক্স আনা হয় হায়দ্রাবাদ থেকে।
Like Us On Facebook