বেতন বৃদ্ধি ও সঠিক সময়ে বেতন প্রদান, ইএসআই, প্রভিডেন্ট ফান্ড সহ একগুচ্ছ দাবিতে পানাগড়ে ২ নং জাতীয় সড়কের অ্যাম্বুলেন্স চালক সহ অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে যুক্ত ঠিকা কর্মীরা পরিষেবা সচল রেখে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামলেন।
বুধবার রাজবাঁধের টোল প্লাজা সংলগ্ন জাতীয় সড়কের অফিসের সামনে অ্যাম্বুলেন্স কর্মীরা বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অবস্থান আন্দোলনে বসেন। আন্দোলনকারীরা বলেন, আমরা একটি জরুরি পরিষেবা দেওয়ার কাজ করি অথচ আমাদের সঠিক সময়ে সঠিক বেতন হয়না। স্বল্প বেতনে আমাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। তাছাড়া ইএস আই, প্রভিডেন্ট ফান্ডের সঠিক সুবিধাও পাচ্ছি না আমরা। তাই আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা সচল রেখেই আমাদের দাবি দাওয়ার স্বার্থে অবস্থান আন্দোলনে সামিল হয়েছি।
Like Us On Facebook