মঙ্গলবার বার্নপুর ইস্কো হাসপাতালে ঠিকা কর্মীরা বিক্ষোভ দেখালেন৷ পিএফ, গ্র্যাচুয়িটি সহ বিভিন্ন দাবিতে এদিন বিক্ষোভে সামিল হন ঠিকা শ্রমিকরা।
কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের পিএফ, ইএসআই, গ্র্যাচুয়িটি জমা হচ্ছে না৷ সে কারণে তাঁরা নিরাপত্তা হীনতায় ভুগছেন৷ বারবার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি৷ এই কারণে মঙ্গলবার সকাল থেকে ঠিকা কর্মীরা সমস্ত রকম পরিষেবা বন্ধ রেখে অনির্দিষ্টকালীন হাসপাতাল চত্ত্বরে অবস্থান বিক্ষোভে বসেন৷ দাবি পুরণ না হলে, আগামী দিনে তাঁরা অনশন আন্দোলনে সামিল হবেন বলে জানয়েছেন৷ এদিন শতাধিক ঠিকা কর্মী এই আন্দোলনে সামিল হন৷
Like Us On Facebook