বর্ধমানের রেল উড়ালপুলে কন্টেনার পিষে দিল বাইক আরোহী যুবককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনার জেরে প্রায় দু’ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমানের উড়ালপুল। পরে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সন্তোষ মিশ্রা (৪০)। বাড়ি বর্ধমান শহরের ৪ নং ওয়ার্ডের বাজেপ্রতাপপুর শিবতলা এলাকায়। মঙ্গলবার রাত ১০ টা নাগাদ বর্ধমানের রেল উড়ালপুলের কাটোয়া লেন দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় পিছন থেকে কন্টেনারটি যুবককে ধাক্কা মেরে প্রায় ১০ মিটার ছেঁচড়ে নিয়ে যায়। কন্টেনারের চাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। পরে পুলিশ এসে ক্রেনের সাহায্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠায়। ঘাতক কন্টেনারটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বর্ধমান উড়ালপুলের কাটোয়া লেনটিতে পর্যাপ্ত আলো নেই। যার ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে। বারংবার প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। অবিলম্বে উড়ালপুলে পর্যাপ্ত আলোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।