প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের নিয়ে শনিবার সংস্কৃতি লোকমঞ্চে একটি সেমিনারের আয়োজন করা হল পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই সেমিনারে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, এসপি কামনাশীষ সেন, বর্ধমান সদর মহকুমা শাসক (উত্তর) কৃষ্ণেন্দু মন্ডল, সদর মহকুমা শাসক (দক্ষিণ) তীর্থঙ্কর বিশ্বাস ও অন্যান্য আধিকারিকরা।

পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে তাঁদের উৎসাহ দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে পড়ুয়াদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন আধিকারিকরা। ইউপিএসসি, ডব্লিউবিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সরকারি সেই সমস্ত পদে আসীন জেলার আধিকারিকদের থেকে সরাসরি পরামর্শ লাভ করার সুযোগ পেলেন এদিন। এর ফলে আগামী দিনে পরীক্ষার্থীদের প্রস্তুতির ক্ষেত্র আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। আগামী দিনেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও এই ধরণের সেমিনারের আয়োজন করা হবে বলে জানা গেছে।

জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, ‘যারা এই পদগুলিতে আগামীদিনে আসতে চাইছেন তাঁদের একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত। কারণ, প্রথমদিকে অর্থ, যশ, প্রতিপত্তির বিষয়গুলি নিয়ে উৎসাহ থাকলেও পরবর্তী ক্ষেত্রে কোনও মহৎ উদ্দেশ্য না থাকলে কাজের অনুপ্রেরণা পাওয়া যায়না। তাই লক্ষ্য স্থির করা খুবই জরুরী।’

Like Us On Facebook