মারা গেলেন শহর বর্ধমানের কম্যুনিস্ট আন্দোলনের অন্যতম নেতা আসাদুল হক। রবিবার দুপুর ১২.০৫ নাগাদ বুকে ব্যাথা অনুভব করায় হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্য হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বামকর্মী ও সমর্থকদের মধ্যে। সত্তরের দশকের উত্তাল সময়েই রাজনীতিতে হাতে খড়ি। তারপর দীর্ঘ ৪০ বছর নিজেকে নিয়োজিত রেখেছিলেন কম্যুনিস্ট আন্দোলনের একজন একনিষ্ট কর্মী হিসাবেই। ব্রাঞ্চ কমিটি, লোকাল কমিটি ও জোনাল কমিটির একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলানোর পাশাপাশি শ্রমিক আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন তিনি। রবিবার বিকালেই তাঁর মৃতদেহ আনা হয় পার্কাস রোডে সিপিএমের জেলা কমিটির অফিসে। সেখানেই দলীয় নেতা কর্মীরা মাল্যদান করেন। তারপর তাঁর মৃতদেহ নিয়ে আসা হয় তাঁর দুবরাজদীঘির বাসভবনে। আজ সেখানেই শায়িত থাকবে মৃতদেহ। সোমবার দুপুর ১ টায় ধর্মীয় প্রথা মেনেই হাটুদেওয়ান কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হবে।