গুরু নানকের জন্মতিথি উপলক্ষে রবিবার পানাগড় বাজারে শোভাযাত্রা বের করেন শিখ সম্প্রদায়ের মানুষজন। এদিকে, আজ শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে ইসলাম ধর্মের প্রবক্তা, হজরত মহম্মদের জন্মতিথি, বিশ্ব নবী দিবস। দুই সম্প্রদায়ের মানুষজনের মধ্যে এদিন সম্প্রীতির ছবি ধরা পড়ল পানাগড় বাজারে।
রবিবার বিকেলে পানাগড় বাজারে গুরু নানকের ৫৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় অংশ নেওয়া শিখ সম্প্রদায়ের মানুষজনের হাতে জলের বোতল, বিস্কুটের প্যাকেট তুলে দেন স্থানীয় ইসলাম ধর্মের মানুষজন। উভয় সম্প্রদায়ের মানুষজন বলেন, ‘সবাই আমরা ভাই, বন্ধু এখানে। আমরা একে অপরের অনুষ্ঠানে যোগদান করি। সুখ-দুঃখে পাশে থাকি এটাই এখানকার বৈশিষ্ট।’ জল-বিস্কুট হাতে পেয়ে খুশি শোভাযাত্রায় অংশ নেওয়া শিখ ধর্মের মানুষেরা। তাঁরা বলেন, ‘আমরাও হাসি মুখে তাঁদের বুকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানিয়েছি, কারণ আজ নবী দিবস।’