.
কয়লা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক মহিলার উপর আর কয়লা চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল ওই মহিলার। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে অন্ডালের ২ নং জাতীয় সড়কের টপলাইন মোড় এলাকায়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন বেশ কিছুক্ষণ মৃতদেহ আটকে জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় আশ্বাস দিলে স্থানীয় মানুষ মৃতদেহ তুলে দেন পুলিশের হাতে এবং অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। জানা গেছে মৃত মহিলা স্থানীয় এলাকার বাসিন্দা। নাম কুসুম সিং (৩৫)। রাস্তা পারাপারের জন্য জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন টপলাইন এলাকায়। এমন সময় হঠাৎই একটি দ্রুত গতিতে আসা কয়লা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে কুসুম সিংয়ের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুসুম সিংয়ের।