দুরারোগ্য ব্যাধির শিকার এক শ্রমিকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাঁর সহকর্মীরা। ঘটনাটি পানাগড় শিল্প তালুকের গ্লোবাস স্প্রিট কারখানার। অসুস্থ সহকর্মীকে সুস্থ ভাবে ঘরে ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ কারখানার কর্মীরা তাঁর চিকিৎসার জন্য পরিবারের হাতে প্রায় পঞ্চাশ হাজার টাকা তুলে দিলেন। সহকর্মীদের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।

জানা গেছে, বুদবুদের কোটা গ্রামের বাসিন্দা রাজু ক্ষেত্রপাল গত কয়েক মাস ধরে এক দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কারখানায় নিয়মিত কাজে আসতে পারছিলেন না। অর্থাভাবে চিকিৎসা ও সংসার চালাতে হিমশিম অবস্থা পরিবারের। সেই খবর সহকর্মীদের কানে পৌঁছতেই তাঁরা একজোট হয়ে রাজুবাবুর চিকিৎসার জন্য পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। গ্লোবাস স্প্রিট কারখানায় রাজুবাবুর সহকর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিজেদের প্রাপ্য বেতনের একটা অংশ রাজুবাবুর পরিবারের হাতে তুলে দিলেন। মঙ্গলবার সকালে কারখানার শ্রমিকরা রাজু ক্ষেত্রপালের সুস্থতার কামনায় তাঁর পরিবারের হাতে প্রায় পঞ্চাশ হাজার টাকা তুলে দিলেন। সহকর্মীদের এই উদ্যোগে খুশি রাজু ক্ষেত্রপালের পরিবার। উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে রাজুবাবু দ্রুত কাজে ফিরবেন বলে আশা সহকর্মীদের।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook