রাত পোহালেই সোমবার কাঁকসার রঘুনাথপুর ময়দানে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার দুপুর ২ টোয় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে গ্রীনসিটি প্রকল্পের আওতায় দুর্গাপুর নগর নিগমের ১৫ টি এলাকায় বাতি স্তম্ভ, দুর্গাপুর নগর নিগমের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের প্রয়োজনীয় কাজ, শহীদ ভগৎ সিং স্টেডিয়ামের সৌন্দর্য্যয়ান, অমরুত প্রকল্পের আওতায় প্রীতি বিহার উদ‍্যান, বিবেক বিহার উদ‍্যান, সুকান্ত ও সিলিটন পথ উদ‍্যান, গ‍্যগারিন পথে আলোবাতি করণ সহ পশ্চিম বর্ধমান জেলার উন্নয়নে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করবেন বলে জানা গেছে।

একই সঙ্গে উদ্ধোধন করবেন দুর্গাপুর মহকুমা গ্রন্থাগারের অতিরিক্ত ভবন, গ্রীন সিটি প্রকল্পের অধীনে দুর্গাপুর নগর নিগমের সামনের রাস্তা, সৃজনীর সামনের রাস্তা, সিটি সেন্টারের বাস স্ট্যান্ড সহ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, রানীগঞ্জ পান্ডবেশ্বর, দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রত‍্যন্ত এলাকা থেকে কাঁকসার বিভিন্ন প্রত‍্যন্ত এলাকার বিভিন্ন প্রকল্প উদ্ধোধন করবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া এদিন প্রশাসনিক সভায় সকলের উপস্থিতিতে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ, সংখ্যালঘু দুস্থ মহিলাদের বিভিন্ন পরিষেবা প্রদান, সবুজ সাথী প্রকল্প, আনন্দ ধারা, কন‍্যাশ্রী প্রকল্প সহ প্রশাসনিক বিভিন্ন অত‍্যাবশ‍্যকীয় পরিষেবাগুলি পশ্চিম বর্ধমান জেলার মানুষ পাচ্ছে কিনা সেই বিষয়ে প্রশাসনিক বৈঠকে প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে জনদরবার করে খোঁজ খবর নেবেন বলে জানা গেছে।

এদিকে সোমবারের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভাকে ঘিরে রঘুনাথপুর ময়দানে প্রস্তুতি শেষ। চলছে ফাইনাল টাচ। রবিবার পশ্চিম বর্ধমান জেলার উন্নয়ন দপ্তরের অতিরিক্ত জেলা শাসক শঙ্খ সাঁতরা, পুলিশ কমিশনার লক্ষী নারায়ন মীনা সহ প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা রঘুনাথপুর ময়দানে প্রস্তুতি পরখ করতে যান।

Like Us On Facebook