বাম সরকারের আমলে শিল্পের জন্য প্রায় এক হাজার একরেরও বেশি জমি অধিগ্রহণ করা হয়। রাজ্যে ক্ষমতা বদল হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের বিষয়ে আগ্রহী হন। পানাগড়ে অধিকৃত জমি নিয়ে তিনি পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করেন। ইতিমধ্যে সেখানে চারটি কারখানা উৎপাদন শুরু করেছে। এছাড়াও তেরোটি কারখানার নির্মাণ কাজ চলছে। একই সঙ্গে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের অধিকৃত জমিতে দুটি ইন্ডিয়ান অয়েল পেট্রল পাম্পও তৈরি হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হওয়ার পর আগামী ১ সেপ্টেম্বর এই প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি কারখানার শিলান্যাস সহ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানার মালিকদের নিয়ে একটি বৈঠক করবেন।সেই অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে। মঞ্চের পাশেই তৈরি করা হয়েছে একটি অস্থায়ী হেলিপ্যাড। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের চারিপাশ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সোমবার সকাল থেকেই সেখানে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন। এছাড়াও সোমবার দুপুরে অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টার ওঠা-নামার মহড়া হয়।

Like Us On Facebook