বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভার স্থান আচমকাই বদল করা হল। বর্ধমানের সাই কমপ্লেক্সের বদলে বৈঠক হবে গুসকরায়। জনসভা বাতিল করা হয়েছে। কেবলমাত্র প্রশাসনিক সভা হবে গুসকরা কলেজ মাঠে। সময়েরও পরিবর্তন হয়েছে মাধ্যমিকের জন্য। বিকাল ৪ টায় হবে প্রশাসনিক সভা। রাত্রে নবান্ন থেকে এই সূচি বদলের নির্দেশ আসার পর তৎপরতা শুরু হল নতুন করে।
এদিকে, আগামী ২০ মার্চ পূর্ব বর্ধমান জেলায় মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে একদিকে প্রস্তুতির কাজ, অন্যদিকে প্রশাসনিক উন্নয়ন বৈঠকে চলতি মার্চ মাসের মধ্যেই সমস্ত বকেয়া কাজ শেষ করার কড়া নির্দেশ জারী করা হল শুক্রবার। বর্ধমান উন্নয়ন পর্ষদের সভাঘরে আয়োজিত এই সভায় জেলার সমস্ত বিধায়কদের নির্দেশ দেওয়া হল নিজ নিজ এলাকায় পঞ্চায়েতের কোনো টাকা যেন পড়ে না থাকে। মার্চ মাসের মধ্যে সরকারি উন্নয়ন প্রকল্পের কোনো টাকা খরচ না করে পড়ে থাকলে সংশ্লিষ্ট পঞ্চায়েতের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করে দেবারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে এদিন।
একইসঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রত্যেকটি ব্লকভিত্তিক কি কি উন্নয়নমূলক কাজ করা হয়েছে তারও তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে জেলার জনপ্রতিনিধিদের কাছ থেকে এলাকার কি কি সমস্যা তাও শোনা হয়েছে। বিশেষত, মুখ্যমন্ত্রীর সভাতে যাতে এলাকার কোনো সমস্যার বিষয় উত্থাপিত না হয় এদিন সে সম্পর্কেও সচেতন করে দেওয়া হয়েছে।