বর্ধমান-দীঘা বাস পরিষেবা পুনরায় শুরু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। শুক্রবার সকালে বর্ধমান উল্লাস মোড়ের বাস টার্মিনাসে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। সবুজ পতাকা নাড়িয়ে বাস যাত্রার সূচনা করলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দায়িত্বপ্রাপ্তরা।

জানা গেছে, প্রতিদিন সকাল সাড়ে ৬ টায় বাস ছাড়বে উল্লাস মোড় বাস টার্মিনাস থেকে বলে। দীঘা যাতায়াতের ক্ষেত্রে কম খরচে এই পরিষেবা সকলের কাছে আকর্যনীয় হবে বলেই জানিয়েছেন বিধায়ক নিশীথ মালিক। বর্ধমান থেকে দীঘার ভাড়া ১৭৩ টাকা । দীঘা থেকে এই ফেরার বাস ছাড়বে সকাল ৯ টা ২০ মিনিটে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সূত্রে জানা গেছে, সপ্তাহের সাত দিনই এই বাস পরিষেবা চালু থাকবে। আপাতত নন-এসি বাস চালু হয়েছে। চাহিদা থাকলে এসি বাসও চালু করা হবে।

Like Us On Facebook