রাতের অন্ধকারে প্রতিদিন খেলার মাঠে বসে বহিরাগতদের গাঁজার ঠেক। ক্লাবের প্রতিবাদি ছেলেরা সরব এই নিয়ে। ক্লাবের ছেলেরা গাঁজাখোরদের পথের কাঁটা হয়ে দাঁড়ানোয় লাঠি, লোহার রড দিয়ে ক্লাব ভাঙচুর করে ক্লাবের ছেলেদের উচিত শিক্ষা দিল একদল বহিরাগত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে দুর্গাপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডের অন্তর্গত বেনাচিতির গোঁসাই নগরে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে বহিরাগতরা ক্লাব সংলগ্ন মাঠে গাঁজার ঠেক বসানোয় ক্লাবের সদস্যদের সঙ্গে বহিরাগতদের বচসা বাধে। এরপর বহিরাগতরা ক্লাবের উপর চড়াও হয়। ক্লাবের টিভি থেকে খেলার সমস্ত সরঞ্জাম ভেঙে তছনছ করে দেয় নেশাখোর বহিরাগতরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর অসীমা চক্রবর্তী। পুলিশকে খবর দেওয়া হয়। থানাতে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় কাউন্সিলর অসীমা চক্রবর্তী সহ স্থানীয় মানুষ ঘটনার দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?



Like Us On Facebook