গত বছর গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও ডেঙ্গু সহ পতঙ্গবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়ানোয় চলতি বছরের শুরু থেকেই ব্যাপক অভিযান শুরু করেছেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এরই অঙ্গ হিসাবে সাধারণ নাগরিকদের সচেতন করতে বুধবার সাত সকালেই ঝাঁটা, কোদাল হাতে পথে নামলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। তাঁর সঙ্গে হাজির ছিলেন বর্ধমান জেলা পরিষদের সদস্য বাগবুল ইসলাম, গার্গী নাহা, বর্ধমান ১নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী ফাল্গুনী দাস রজক প্রমুখ।
সভাধিপতি এদিন সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছেন, নিজের বাড়ির সামনে নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যদি না পারেন তাহলে স্থানীয় পঞ্চায়েত কিংবা পুরসভাকে জানান। কিন্তু অপরিষ্কার রাখা যাবে না। অপরিষ্কার থাকলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই পূর্ব বর্ধমান জেলায় বেশ কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গেছে।