রবিবার বর্ধমান রবীন্দ্র ভবনে গৌরমল্লার শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষাকেন্দ্রের উদ্যোগে আয়োজিত হল ধ্রুবতারা সঙ্গীত সম্মেলন। এদিন সম্প্রতি প্রয়াত সঙ্গীত শিল্পী বুদ্ধদেব দাশগুপ্তকে মরণোত্তর সম্মান জানানোও হল।

সংগঠনের সম্পাদিকা বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপিকা তাপসী ঘোষ জানিয়েছেন, শাস্ত্রীয় সঙ্গীত তুলে ধরার লক্ষ্যেই তাঁরা গত বছর থেকে এই সঙ্গীত সম্মেলন করছেন। এই সম্মেলনে সেই সমস্ত শিল্পীকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে যাঁরা এখনও সেভাবে প্রচারের আলোয় উদ্ভাষিত হতে পারেননি। তিনি জানান, বর্তমান সময়ে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার আগ্রহ অনেকটাই কমে গেছে। আর সেই আগ্রহকে বাড়াতেই তাঁরা গত ১০ বছর ধরে নানাভাবে চেষ্টা করছেন। এদিন এই সম্মেলনে সঙ্গীত পরিবেশন করেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শ্বাশতী চৌধুরী, সেতার শিল্পী রামপ্রপন্না ভট্টাচার্য এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রাজশ্রী ঘোষ।


Like Us On Facebook