বাবার বকুনি খেয়ে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল। ঘটনাটি ঘটেছে পানাগড় রেলপাড় এলাকায়। শনিবার রাতে দশম শ্রেণির ছাত্রী অদিতি সাউকে (১৫) বাবা সঞ্জীব সাউ পড়াশোনা ছেড়ে টিভি দেখার জন্য বকাবকি করেন। অদিতি বাবার বকুনি খেয়ে অভিমানে শনিবার রাতে নিজের ঘরে সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানা গেছে, রবিবার সকালে অদিতির বাড়ির লোকজন অদিতিকে ঘুম থেকে তুলতে গিয়ে দেখেন অদিতি সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। সামান্য বকাবকির কারণে অভিমানে মেয়ে অদিতি এভাবে আত্মহত্যার পথ বেছে নেবে বলে বিশ্বাস করতে পারছেন বাবা সঞ্জীব সাউ। মেয়ের মৃত্যুতে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন সঞ্জীববাবু।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?