রবিবার রাতভর দুই পাড়ার গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পানাগড়ের রেলপাড় এলাকা। রবিবার সন্ধ্যা থেকেই চললো টানা বোমাবাজি। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় কাঁকসা থানার আইসি অর্ণব গুহর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। এলাকা উত্তপ্ত থাকার কারণে দুটি পাড়ায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সংঘর্ষে জড়িত থাকার জন্য বেশ কয়েকজনকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ।
জানা গেছে, স্থানীয় একটি ক্লাবের মাঠে একটি খড়ের চালা বানানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। খড়ের চালায় আগুন ধরিয়ে দেয় রেলপাড়ের অন্য একটি ক্লাবের সদস্যরা। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি বোমা ফাটে, পুলিশ গিয়ে দুটো তাজা বোমা উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছান কাঁকসা এসিপি সহ মলানদীঘি পুলিশ ক্যাম্পের পুলিশ। সংঘর্ষের ঘটনায় জড়িত দুটি ক্লাবের সদস্যদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এলাকা জুড়ে রাতভর তল্লাশি চালায় পুলিশ। এলাকায় কোথাও আরও বোমা মজুত আছে কিনা তা দেখতে তল্লাশি চালায় পুলিশ। সোমবার সকালে প্রাপ্ত খবর অনুযায়ী জানা গেছে, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলেও গোটা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।