বর্ধমান থেকে কলকাতার সিআইডি সদর দফতরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলা একটি ট্রেলারকে ধাক্কা মারায় মৃত্যু হল সিআইডির ডিএসপি প্রশান্ত নন্দী এবং সিভিক ভলাণ্টিয়ার সন্তোষ সরকারের। গুরুতর আহত হয়েছেন গাড়ি চালক শুভঙ্কর মাঝি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল প্রায় পৌনে ১১ টা নাগাদ ২নং জাতীয় সড়কে জামালপুর থানার আঝাপুর মোড় এলাকায়।

স্থানীয় মানুষ এবং জামালপুর থানার পুলিশ জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্সে দ্রুততার সঙ্গে ৩ জনকেই বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠালে চিকিৎসক প্রশান্ত নন্দী এবং সন্তোষ সরকারকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় গাড়ি চালক শুভঙ্কর মাঝির চিকিৎসা চলছে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনার খবর পেয়ে সিআইডির ডিএসপি কৌশিক ঘোষ এদিন বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। তিনি জানিয়েছেন, প্রশান্তবাবু বর্ধমানেই কর্মরত ছিলেন। এদিন তাঁরা বর্ধমান থেকে কলকাতায় সিআইডির হেড কোয়ার্টারে যাচ্ছিলেন। কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে।

এদিকে, এই দুর্ঘটনার খবর পেয়েই বিধানসভা থেকে ছুটে আসেন জামালপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক অলোক মাঝি। তিনি জানিয়েছেন, অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। খবর পেয়েই তিনি বিধানসভা থেকে ছুটে আসেন। অলোকবাবু এদিন অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে আহতের বিষয়ে খোঁজখবরও নেন। প্রত্যক্ষদর্শী দেবনারায়ণ পাল জানিয়েছেন, এদিন প্রায় পৌনে ১১টা নাগাদ বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে একটি ট্রেলার যাচ্ছিল। তার পিছনেই দ্রুতগতিতে আসছিল সিআইডির গাড়িটি। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ট্রেলারের পিছনে ধাক্কা মারে গাড়িটি। গাড়িটিতে ৩জন আরোহী ছিলেন। খবর পেয়েই জামালপুর থানার পুলিশ এবং স্থানীয় মানুষের সহযোগিতায় ২নং জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্সে তাঁদের উদ্ধার করে বর্ধমানে নিয়ে যাওয়া হয়। জামালপুর থানার পুলিশ ওই ট্রেলাটিকে আটক করেছে।

Like Us On Facebook