বর্ধমানে এলেন ক্রিস্টোফার হেনরি ‘ক্রিস’ গেইল। জ্যামাইকান বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ও মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত ক্রিস গেইল। তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন। ‘দ্য ইউনিভার্স বস’ টেস্টে ট্রিপল সেঞ্চুরী, একদিনের আন্তর্জাতিকে ডাবল সেঞ্চুরী এবং টি২০-তে সেঞ্চুরী হাঁকানো একমাত্র ব্যাটসম্যান। বর্ধমানের মালিরমাঠে একটি টেনিস ক্রিকেট টুর্নামেন্টে যোগ দিতে আসেন তিনি। এদিন দুপুর ২ টো নাগাদ তিনি বর্ধমানে পৌঁছান। দুপুর নাগাদ তাঁর সফরকে কেন্দ্র করে জনারণ্যে পরিণত হয় বর্ধমানের মালিরমাঠ।
Like Us On Facebook