বিভিন্ন চিটফান্ড সংস্থায় টাকা রেখে ফেরত না পাওয়ার প্রতিবাদে বর্ধমান শহরে বিক্ষোভে শামিল অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখা। চিটফান্ডে ক্ষতিগ্রস্থ এজেন্ট ও আমানতকারীদের টাকা সুদ সহ ফেরত ও প্রশাসনিক নিরাপত্তার দাবিতে সোমবার সংগঠনের পক্ষ থেকে কার্জন গেটে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়।
এদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, বিভিন্ন প্রতারক চিটফান্ড সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে ক্ষতিগ্রস্থ এজেন্ট ও আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে সরকারকে। তাঁদের আরও দাবি, চিটফান্ড কান্ডে জড়িতদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে, চিটফান্ড কান্ডে আত্মহননকরীদের পরিবার পিছু দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। এদিন সমাবেশের পরে তাঁরা জেলাশাসকের কাছে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।