.

দীর্ঘক্ষণ বন্ধ ছিল রেলগেট। যানজটে আটকে মৃত্যু হল বছর-দশেকের এক অসুস্থ শিশুর। শুক্রবার বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটে পান্ডবেশ্বর রেলগেটে। মৃত শিশুর নাম রিমা সাহা (১০), ঝাড়খণ্ডের করলা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ রিমা সাহাকে চিকিৎসার জন্য দুর্গাপুর নিয়ে যাচ্ছিলেন তার অভিভাবকরা। কিন্তু পাণ্ডবেশ্বর রেলগেট বন্ধ থাকায় সেই যানজটে আটকে যায় তাঁদের গাড়িটি। দীর্ঘক্ষণ গাড়িটি যানজটে আটকে পড়ে। ইতিমধ্যে শিশুটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। শিশুটির অবস্থা দেখে তার অভিভাবকরাও স্থানীয় লোকজন রেলগেটের দায়িত্বে থাকা ব্যক্তিকে গেট খুলে দেওয়ার কাতর অনুরোধ জানান বারবার। কিন্তু দায়িত্বের অজুহাত দেখিয়ে ওই ব্যক্তি গেট খুলতে অস্বীকার করেন। সময়মতো হাসপাতালে পৌঁছতে না পারার জন্য রেল গেটের সামনে দাঁড়িয়ে গাড়ির মধ্যেই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষোভ ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা স্টেশন ম্যানেজার সুনীল কুমার মন্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান। সেই সঙ্গে রেলগেটের দায়িত্বে থাকা কর্মীর শাস্তির দাবিও জানান তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সারাদিনে বহুবার রেলগেট বন্ধ থাকায় সময়ে গন্তব্যে পৌঁছনো যায় না। যানজট এড়াতে ফ্লাইওভারের দাবি জানান স্থানীয় মানুষজন।

Traffic Jam in Pandabeswar Rail Gate
Like Us On Facebook