.
ডিজের দাপট থেকে মানুষকে মুক্তি দিতে পানাগড়ে মা দুর্গার বিসর্জনের শোভাযাত্রায় দেখা মিলল ছৌনাচের। কাঁকসার পানাগড় বাজারের অফিস পড়ার পুজো উদ্যোক্তারা বিসর্জনের শোভাযাত্রায় অভিনবত্ব আনতে ডিজে সহ নাচা-গানা বাদ দিয়ে ছৌনাচের আয়োজন করেন। বিভিন্ন পুজো কমিটি যখন নানান ধরণের বাদ্যযন্ত্রের পাশাপাশি উচ্চশব্দ যুক্ত দশ-বারোটি বড় বড় সাউন্ড বক্স এক সঙ্গে বেঁধে ‘শব্দব্রহ্ম’ তৈরি করে বিসর্জনের শোভাযাত্রার আয়োজন করছে তখন পানাগড় বাজারের অফিস পড়ার পুজো উদ্যোক্তাদের ছৌশিল্পীদের নিয়ে বিসর্জনের শোভাযাত্রা অভিনবত্বের পাশাপাশি স্থানীয়দের প্রশংসা কুড়িয়ে নিল।
Like Us On Facebook