অন্ডালের ভাদুর গ্রামে বন্ধ ঘর থেকে এক শিশু ও তার মায়ের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গেছে অন্ডালের সমীর রায়ের সঙ্গে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির শকুন্তলা রায়ের বিয়ে হয় বছর চারেক আগে। সমীর রায়ের একটি দোকান রয়েছে অন্ডালে। দোকানে এক ক্রেতাকে সিগারেট ধার দেওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। এর জেরে শকুন্তলাদেবী অভিমানে মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে গায়ে আগুন লাগিয়ে নেয় বলে অভিযোগ। কিছুক্ষণ পর প্রচন্ড আওয়াজ হলে পড়শিরা সকলে ছুটে এসে দরজা ভেঙে শকুন্তলাদেবী ও তার মেয়ের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। ঘটনার সময় শকুন্তলাদেবীর স্বামী ঘরে না থাকলেও পুলিশ শকুন্তলাদেবীর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে, এবং মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশের অনুমান অগ্নি সংযোগের কারণেই বাড়িতে বিস্ফোরণের মত আওয়াজ হয়।পুলিশ সব দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে।
Like Us On Facebook