পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷ এলাকা ভিত্তিক মনোনয়ন জমা দিতে বিরোধীদের যাতে অসুবিধা না হয়, সে কারণে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা নেওয়ার পর্ব শুরু হয় রাজ্য জুড়েই৷ মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ও মহকুমাশাসক দপ্তর এলাকায় ১৪৪ ধারা জারিও করা হয়৷

সোমবার আসানসোলে শাসক দলের সমর্থকেরা সকাল থেকেই নিজেদের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার নামে ভিড় জমাতে শুরু করে মহকুমাশাসক দপ্তরে৷ আসল উদ্দেশ্য ছিল বিরোধীদের আটকে দেওয়া৷ বিরোধীদের মারধর করা হয় বলে অভিযোগ৷ কিছু প্রার্থী আত্মরক্ষায় পাশ্ববর্তী কোর্ট সংলগ্ন আইনজীবিদের সেরেস্তায় ঢুকে পড়লে সেখানেও দুষ্কৃতীরা চড়াও হলে আইনজীবিদের সাথে বচসা শুরু হয়৷ আইনজীবিরা সম্মিলিত ভাবে তাদের কাজের অসুবিধার দাবিতে মনোনয়ন পর্ব অন্যত্র সরানোর দাবি তোলেন এবং তাঁরা প্রায় আধঘন্টার জন্য পথ অবরোধে সামিল হন৷ শেষমেশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হলে বিক্ষোভ উঠে যায়৷

এদিন বেশ কয়েকজন বিরোধী প্রার্থী শাসক দলের কর্মীদের বাধায় মনোনয়ন জমা করতে না পারার অভিযোগ তোলেন। এদিন মনোনয়ন ঘিরে বিশৃঙ্খলা হওয়ায় ভিড়কে ছত্রভঙ্গ করতে পুলিশকে মৃদু লাঠি চার্জও করতে হয়৷ ঘটনার প্রেক্ষিতে ৩-৪ জন কে আটক করে পুলিশ৷ বিজেপি প্রার্থীরা প্রাথমিক পর্বে মনোনয়ন জমা দিতে কৌশলে দপ্তরের পিছন দিকের রাস্তা অবলম্বন করে বেশ কিছুটা সফল হলেও, খবর পেয়ে দুষ্কৃতীরা তাদের বাধা দিতে গেলে ঝামেলা বচসা ও হাতা-হাতির সূত্রপাত হয়৷ শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মেটানো সম্ভব হয়৷



Like Us On Facebook