পরিবেশ বান্ধব প্রাকৃতিক গ্যাস এবার জ্বালানি হিসাবে আসানসোলের ঘরে ঘরে পৌঁছাবে। বৃহস্পতিবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিজিডি) প্রকল্পের শিলান্যাস করে এই প্রকল্পের কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পর্যায়ে দেশের ১৮টি রাজ্যের ১২৯টি জেলায় এই প্রকল্পের মাধ্যমে নলবাহিত প্রাকৃতিক গ্যাস যানবাহনের জন্য বিভিন্ন ফিলিং স্টেশন এবং শহরের বাড়িতে বাড়িতে রান্নঘরে পৌঁছে দেওয়া হবে। এদিন প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আগামী তিন বছরের মধ্যে দেশের ৪০০টি জেলায় পাইপের মাধ্যমে বাড়িতে বাড়িতে পরিবেশ বান্ধব পাইপড ন্যাচার্যাল গ্যাস (পিএনজি) পৌঁছে যাবে।
বিজ্ঞান ভবনের পাশাপাশি আসানসোলের লোকো ময়দানে সিজিডি প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ পশ্চিমবঙ্গের আসানসোলে প্রথম এই প্রকল্পের কাজ শুরু হবে৷ এদিন দেশের ৬৫ টি জায়গার সাথে আসানসোলেও সমস্ত বিষয়টি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লোকো ময়দানে সম্প্রচারের ব্যবস্থা করা হয়৷
এদিন আসানসোলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ইণ্ডিয়ান ওয়েল – আদানি গ্রুপের পক্ষ থেকে অমিত বাসু৷ গত ১২ এপ্রিল ২০১৮ তে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের (পিএনজিআরবি) পক্ষ থেকে দেশের ৮৬ টি ভৌগলিক এলাকার ১৭৪ জেলা ও ২২ টি রাজ্যকে এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত হয় ৷ সেই অনুসারে পশ্চিমবঙ্গে প্রথম আসানসোলেই পরিবেশ বান্ধব জ্বালানি গ্যাস সরবরাহের দ্বায়িত্ব পায় ইণ্ডিয়ান ওয়েল এবং আদানি গ্রুপ৷ জানা গেছে, ফেরত যোগ্য ৫৫০০ টাকা জমা দেওয়ার মাধ্যমে ক্রেতারা এই গ্যাস ব্যবহারের আবেদন করতে পারবেন৷ মিথেন সম্বলিত এই প্রাকৃতিক গ্যাস হবে পরিবেশ বান্ধব এবং এলপিজির থেকে তুলনামূলকভাবে কম খরচে পাওয়া যাবে এই গ্যাস৷