ভোট কেন্দ্রে যেতে কোন অসুবিধা নেই তো? অসুবিধা থাকলে আমাদের বলুন – এইভাবেই কাঁকসার মাধবমাঠে রুটমার্চ করার সময় এলাকার মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য আশ্বাস দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও পুলিশের আধিকারিকরা। বুটের আওয়াজ জানান দিচ্ছে ভোট এসেছে, গ্রামের পর গ্রাম প্রখর রোদ উপেক্ষা করে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও পুলিশ কর্মীরা।

ভোটারদের মনোবল বাড়াতে বুধবার কাঁকসার শেখপাড়া, মাধবমাঠ, পানাগড় বাজার, রেলপার সহ বেশ কয়েকটি এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও পুলিশের আধিকারিকরা। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করার পাশাপাশি এলাকার মানুষের সাথে কথা বলেন। তাঁদের ভোট দিতে যেতে কোন সমস্যা হবে কিনা তার খোঁজখবর নেন। পাশাপাশি এলাকায় ভোটের সময় কোন গন্ডগোল অশান্তি হয় কিনা সেই সব বিষয়ে খোঁজখবর নেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এছাড়াও এদিন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বাম কর্মীর বাড়ি গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আগের নির্বাচনে তাঁর উপর কি কি ঘটনা ঘটেছে সেই সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁকে আশ্বাস দেন এবারে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য এবং ভোটের দিন সবরকম সাহায্য তিনি পাবেন বলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে আশ্বস্ত করেন। বাড়িতে প্রথমবার ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে খোঁজখবর নেওয়ার জন্য এবং পাশে থাকার কথা বলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ধন্যবাদ জানিয়েছেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ শামসুজ্জোহা।

Like Us On Facebook