এনআরএস কান্ডের জেরে টানা প্রায় সাত দিন কর্মবিরতির পর মূখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার করে নিলেন জুনিয়র ডাক্তাররা। রোগী মৃত্যুর জেরে এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনার পর জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দেন। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে সামিল হল রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। সিনিয়র চিকিৎসকরা পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলেও জুনিয়র ডাক্তারদের অনুপস্থিতিতে রাজ্যজুড়ে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে। শেষমেশ সোমবার বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিভিন্ন দাবি দ্রুত রূপায়ণের আশ্বাস দেন। এরপর জুনিয়র ডাক্তররা তাঁদের কর্মবিরতি তুলে নেন। সোমবার রাত থেকেই বিভিন্ন মেডিক্যাল কলেজে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
এদিকে, সোমবার দেশজুড়ে আইএমএ’র ডাকা চিকিৎসকদের ধর্মঘটের জেরে পরিস্থিতি আরও জটিল হয়। বন্ধ থাকে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোর। এরই মধ্যে, সোমবার বর্ধমান হাসপাতালের জুনিয়র ডাক্তাররা অবস্থান মঞ্চের পাশে টেবিল পেতে রোগীদের পরিষেবা দিতে থাকেন। দূরদূরান্ত থেকে আসা রোগীরা পরিষেবা পেয়ে খুশির কথা জানান।