ক্যাটারিংয়ের অর্ডার আনতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে দুই যুবকের একজন মৃত, এক জন গুরুতর আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি৷ ঘটনাটি ঘটেছে আসানসোল পুরসভার অন্তর্গত বার্ণপুর রিভারসাইড অঞ্চলের গোলপার্ক সংলগ্ন এলাকায়। বার্ণপুরের প্রান্তিক অঞ্চলের রাণা ব্যনার্জী ও মিঠুন চক্রবর্তী সম্পর্কে মাসতুতো ভাই। তাঁরা একটি ক্যাটারিং ব্যবসা চালায়।
বৃহস্পতিবার রাণা ও মিঠুন কালাঝরিয়া গ্রামে ক্যাটারিংয়ের অর্ডার নিয়ে ফেরার পথে চার দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয়৷ গুরতর আহত অবস্থায় তাঁদের আসানসোল জেলা হাসপাতালে আনা হলে গুলিবিদ্ধ রাণা ব্যনার্জীকে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন৷ মিঠুনকে গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মিঠুনের কানের পাশ দিয়ে গুলি ছুঁয়ে বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মিঠুন। হীরাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।