শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনায় পাণ হারালেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া থানার ৬০ নং জাতীয় সড়কের ধসল মোড়ে।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ একটি ১০ চাকা ট্রাক জামুরিয়ার ধসল মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে। পিছনেই ছিল একটি হুন্ডাই আই-১০ গাড়ি। ট্রাকটি হঠাৎ দাঁড়িয়ে যাওয়ায় হুন্ডাই আই-১০ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ট্রাকটির পিছনে। ইতিমধ্যে পিছন থেকে আসা আর একটি ডাম্পারও গিয়ে সজোরে ধাক্ক মারে হুন্ডাই আই-১০ গাড়িটির পিছনে। ট্রাক ও ডাম্পারের মাঝে পড়ে হুন্ডাই আই-১০ গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

বিকট শব্দে স্থানীয় মানুষজন ছুটে আসেন ঘটনাস্থলে। খবর পেয়ে ছুটে আসে জামুড়িয়া থানার পুলিশ। হুন্ডাই আই-১০ গাড়িটি দুটি গাড়ির মাঝে পড়ে চিঁড়ে চ্যাপ্টা হয়ে যাওয়ায় গাড়ির আরোহীদের বের করতে সমস্যায় পড়ে পুলিশ। পরে গ্যাস কাটার নিয়ে এসে দরজা কেটে গাড়ির ভিতর থেকে দুজনকে উদ্ধার করে আসানসোল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের একজন পুরুলিয়ার ও অন্য জন কুলটির ডিসেরগড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

Like Us On Facebook