গলসির পুরষা স্বাস্থ্যকেন্দ্রের কাছে ২ নং জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা চারচাকা গাড়ির। ঘটনায় মৃত ২, আহত ২। পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর প্রায় এক ঘন্টা জাতীয় সড়কে যান চলাচল ব্যহত হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি স্যুইফট ডিজায়ার গাড়িতে চালক সহ চারজন হলদিয়া থেকে দুর্গাপুর যাচ্ছিলেন। রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ গলসির পুরষা স্বাস্থ্যকেন্দ্রের কাছে ডিজায়ার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে সজোরে ধাক্কা মারে। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। হঠাৎ প্রচণ্ড শব্দে আশপাশের লোকজন ছুটে এসে গাড়ির যাত্রীদের উদ্ধারে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার পর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ডিজায়ার গাড়িটিকে জাতীয় সড়কে থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।