দুর্গাপুরের রাজবাঁধে গৌরীদেবী হাসপাতালের সামনে ২ নং জাতীয় সড়কে রবিবার বিকেলে একটি গাড়ি উল্টে গিয়ে ৫ জন আহত হন়। আহতরা সকলেই উল্টে যাওয়া গাড়ীর যাত্রী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান়, দুর্গাপুরের দিক থেকে গাড়িটি দ্রুত গতিতে বর্ধমানের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। আরোহীরা সকলেই মদ্যপ অবস্থায় ছিল বলে জানান় স্থানীয়রা। গাড়িতে মদের বোতল ও মদ খাওয়ার সামগ্রী পাওয়া যায় বলে জানান় স্থানীয় মানুষজন। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
Like Us On Facebook