.

মঙ্গলবার সাত সকালে বুদবুদে জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হল এবং আরও ২ জন গুরুতর আহত হলেন। জানা গেছে, মৃত ২ জন হলেন কৃষ্ণা ঘোষ (৬৫) ও রণবীর ঘোষ (৪৫)। আহত ২ জন হলেন সুমন্ত সরকার (৩৫) এবং প্রসেনজিৎ চক্রবর্তী (৩৭)। সকলেই কলকাতার রাজারহাটের বাসিন্দা। চারজনই একটি চার চাকা মহিন্দ্রা ভেরিটো গাড়িতে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। বুদবুদের সাধুনগরের কাছে ২ নং জাতীয় সড়কের ওপর চার চাকা গাড়িটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান দু’জন। বাকিদের উদ্ধার করে পুলিশ রাজবাঁধের গৌরীদেবী হাসপাতালে ভর্তি করে। আহতদের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে। মৃতরা সম্পর্কে মা ও ছেলে বলে জানা গেছে। দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে আসছিলেন।


Like Us On Facebook