শুক্রবার সকালে অন্ডালে কাজোড়া ওভার ব্রিজের উপর একটি সুইফট ডিজায়ার গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারলে ডিজায়ারের আরোহী এক মহিলা ঘটনাস্থলেই মারা যান। আহত হন গাড়ির চালক ও আর এক মহিলা। তাঁদের প্রথমে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে আনা হয়, তারপর তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে। এই‌ ঘটনায় কাজোড়া এরিয়ায় বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

জানা গেছে, আসানসোল থেকে বর্ধমানের দিকে আসছিল দ্রুত গতি সম্পন্ন একটি সুইফট ডিজায়ার। এই সময়ে একটি খারাপ হয়ে পড়া ডাম্পার দাঁড়িয়ে ছিল কাজোড়া ওভার ব্রিজের উপর। ডিজায়ারটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ডাম্পারটির পিছনে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ডিজায়ারের আরোহী এক মহিলার মৃত্যু হয়। গাড়ির চালক ও অন্য এক মহিলা গুরুতর আহত হন। তাঁদের পুলিশ উদ্ধার করে প্রথমে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে, পরে তাঁদের বর্ধমানে স্থানান্তরিত করা হয়।


Like Us On Facebook