পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরা ধাড়াপাড়া এলাকায়। দেহ আটকে প্রায় আধ ঘন্টা ধরে গুসকরা-মানকর রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশি হস্তক্ষেপে ওঠে অবরোধ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম অজিত লোহার (৩৫)। বাড়ি গুসকরা পুর এলাকায় সুশীলার লোহার পাড়ায়। তিনি গুসকরার একটি হিমঘরে গাড়ি চালক হিসাবে কাজ করতেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় অজিত লোহার সেই হিমঘর থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে গুসকরা-মানকর রাস্তার ধাড়াপাড়ার কাছে পিছন থেকে একটি চারচাকা গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অজিত লোহার। ঘাতক গাড়িটিকে অবিলম্বে খুঁজে বের করে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে ও যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশি হস্তক্ষেপে ওঠে অবরোধ। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক গাড়ি ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।