গাড়ির পিছনে বড় বড় করে লেখা ‘পুলিশ দ্বারা প্রেস’। অদ্ভূত এই লেখা যুক্ত গাড়ি দেখে কর্তব্যরত পুলিশ আটক করল গাড়িটিকে। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককেও। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বর্ধমান কার্জন গেট এলাকায়। বর্ধমান থানার পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে বর্ধমান কার্জন গেট এলাকায় এই গাড়িটিকে দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরই জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় গাড়ির চালক ও গাড়িটিকে। গাড়িটি বর্ধমান শহরের টিকরহাট এলাকার এক ব্যবসায়ীর বলে জানা গেছে। এতদিন ধরে গাড়িতে পুলিশ কিংবা প্রেস এই কথা লেখা দেখে অভ্যস্ত থাকলেও কার্যত পুলিশ দ্বারা প্রেস এই লেখা দেখেই তাজ্জব বনে যান এদিন পুলিশ কর্তারা।

Like Us On Facebook